আওয়ামী লীগ নেতার দৌরাত্মে অতিষ্ঠ জনজীবন

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুবইল গ্রামের বাসিন্দা তারেনী কর্মকারের পুত্র বিজেন কর্মকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বিজেনের নানামূখী অপকর্ম, সালিস বাণিজ্য, মিথ্যা মামলা, গভীর নলকুপে চাঁদাবাজি, ক্ষমতার দাপট ও দৌরাতেœ্য সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তৃণমূলের নেতাকর্মীরা বিজেনকে দল থেকে বহিস্কার ও তার দৃস্টান্তমুলক শাস্তির দাবি করেছে। বিজেনের প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃস্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। প্রতারণার শিকার পরিবারটি এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে বিজেন এসব অভিযোগ অস্বীকার করলেও তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের (ভূয়া) প্রতিবাদ (বিজ্ঞাপন) প্রকাশ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নির্দোষ প্রমাণের চেস্টা করছে, তবে তার সেই চেস্টা উবে গেছে। সাধারণ মানুষের ভাষ্য বিজেন যদি নির্দোষ হয় তাহলে টাকা খরচ করে খবরের প্রতিবাদ প্রকাশ করতে হবে কেনো, বরং এতে প্রমাণ হয় এসব ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের মুন্ডুমালা পৌর সদরের মুন্ডুমালা গ্রামের আয়েন উদ্দীনের কন্যা জায়েদা বেগমের কাছে ৭ লাখ ৫ হাজার টাকায় ১০ বিঘা ফসলী জমি বন্ধক রাখেন বিজেন। সূত্র জানায়, ২০১৫ সালের ১৪ ডিসেম্বর ৩০০ টাকা মূল্যর ননজুডিশিয়াল স্ট্যাম্পে লেখাপড়া করে দুবইল মৌজায় ১০ ফসলি জমি জায়েদার কাছে বন্ধক রাখে বিজেন। সম্প্রতি জায়েদা বেগমের মূত্যু হলে তার কন্যা ও মুন্ডুমালা পৌর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম তার মায়ের নেয়া বন্ধকি জমি চাষাবাদ করতে গেলে বিজেন বাধা দেয় ও ৭ লাখ ৫ হাজার টাকায় বন্ধক রাখার বিষয়টি অশিকার করে। এদিকে বিজেনের প্রতারণার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। দুবইল গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা জাইদুর রহমান বলেন,বিজেনের জমি বন্ধক রাখার ঘটনা সত্যি, তবে আসল মালিক মারা যাবার পর বিজেন এখন অশিকার করছে। এবিষয়ে জানতে চাইলে পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজেন কর্মকার সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এসব নাটক বা মিথ্যাচার করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *