সাধুহাটি এতিমখানায় হঠাৎ আবারও এস আই মোখলেছুর রহমান

সাইফুল ইসলাম ঝিনাইদহ সদর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি হুসাইনি এতিমখানা মাদ্রাসা ছাত্রদের সাথে গত ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ বৃহস্পতিবার দুপুরে এক সাথে বসে খাবার খেয়েছিলেন এবং এই মাদ্রাসায় যতো গুলো ছাত্র ততোগুলো প্লেট দেয়ার উদ্যোগ নিয়েছিলেন ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান।
এখবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মুখে মুখে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান এর প্রশংসার সুভাষ থামতে না থামতেই আবার শুক্রবার (১৩ মার্চ) বিকালে হঠাৎ সেই সাধুহাটি বারমাইল রাঙ্গের পোতা হুসাইনি এতিমখানায় বারটি প্লেট বারটি গ্লাস একটি হাঁড়ি ও একটি জগ নিয়ে উপস্থিত হন তিনি।
পরশ বাজার রাঙ্গের পোতা হুসাইনি এতিমখানা মাদ্রাসা ছাত্রদের কাছে পুলিশ কর্মকতা হিসেবে নন, একজন যোগ্য পিতা হিসেবেই পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান সামাজিক ও মানবসেবা মূলক কাজগুলো সত্যিই প্রশংসার দাবি রাখে। মানবতার ফেরিওয়ালা হিসেবে দুস্থ অসহায় ছাত্র ও এতিমদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই পুলিশ কর্মকর্তা। হুসাইনি এতিমখানার ছাত্রদের প্রতি মাসে ১ বস্তা চাউলই নয় অন্য যে কোন সমস্যায় পাশে থাকবে এই এস আই মোখলেছুর রহমান।
এ ব্যাপারে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেছুর রহমান এর সাথে কথা বললে তিনি বলেন, পুলিশ জনতা-জনতাই পুলিশ, পুলিশ জনগনের বন্ধু এবং সেবক। সুতরাং মানুষ মানুষের জন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সমাজের অসহায় মানুষের পাশে থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *