ফুলবাড়ীতে পল্লীশ্রী’র মানবাধিকার, জেন্ডার ও সংখ্যালঘু অধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত॥
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঘাটপাড়া পল্লীশ্রীর প্রশিক্ষণ কেন্দ্রে মানবাধিকার, জেন্ডার ও সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী পল্লীশ্রী’র প্রশিক্ষণ সভা কক্ষে ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি ও জেলা কমিটির নারী ও পুরুষদেরকে নিয়ে মানবাধিক, জেন্ডার ও সংখ্যালঘু বিষয়ে এক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। এতে ৬ টি ইউনিয়নের (এলুয়ারী, আলাদীপুর, কাজীহাল, বেদিঘী, খয়েরবাডী, শিবনগর) ২৪ টিনাগরিক সমাজ সংগঠন, ৬ টি ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটির হতে মোট ২৫ জন সদস্য(১৩ জন নারী,১২ জন পুরুষ) নিয়ে মানবাধিকার, জেন্ডার ও সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে ছিলেন টেইনার হিসেবে ছিলেন, ফ্যাসিলেট এফ এফ মোঃ দেলোয়ার হোসেন, এফ এফ শামীমা নাসরিন, এস এম মাজেদুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর, প্রোসপেক্ট এবং ফারহানা সিদ্দিকী-এরিয়া কোঅর্ডিনেটর, প্রোসপেক্ট প্রকল্প,পল্লীশ্রী। অর্থায়নে বিএমজেড ও নেট বাংলাদেশ, বাস্তবায়নে প্রসপেক্ট প্রকল্প, পল্লীশ্রী, ফুলবাড়ী, দিনাজপুর। প্রশিক্ষনটি গতকাল বুধবার শেষ হয়। এতে প্রশিক্ষনার্থীরা সংখ্যালঘুর অধিকার এবং মানবাধিকার ও জেন্ডার বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেন। যাহা এই কমিটি গ্রামের মানুষের জন্য কাজ করবে।