মোংলায় ১৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মনির হোসেন,মোংলা: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার বিকালে মোংলার কোরবান আলী মাদ্রাসার পিছন থেকে ইয়াবাসহ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। র্যাব-৬ সূত্রে জানা গেছে, সোমবার (৯ মার্চ) বিকালে কোরবান আলী মাদ্রাসার পিছনে মো. মাজহারুল মোল্লার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাব সদস্যরা বাড়িটিকে ঘিরে ফেললে বাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা দ্রুত পালাতে চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। আটককৃতে কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও নগদ ১০ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।আটক মাদক ব্যবসায়ীর নাম রোমেচা বেগম (২৬)। সে উত্তর মালগাজি গ্রামের মাজহারুল মোল্লার স্ত্রী। আটক হওয়ার পর র্যাবের কাছে প্রাথমিক স্বীকারোক্তিতে রোমেচা বেগম জানান, তিনি ও তার স্বামী মাজহারুল মোল্লা দীর্ঘদিন ধরেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা মোংলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা ও পাচার করে আসছে।
আটক রোমেচা বেগমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় স্থানান্তর করেছে র্যাব।