মদিনা ক্রোকারিজের লোন আদায়ে এনজিও ব্রাক আদালতে স্মরণাপন্ন
ভ্রাম্যমান প্রতিনিধি: এনজিও ব্রাকের আচরণে এলাকার মানুষ ব্যথিত, ৫লক্ষ টাকা ঋণের সুদে মূলে ১০লক্ষ টাকা আদায়ে আদালতের স্মরণাপন্ন যা সত্যিই বেদনাদায়ক। ঘটনার বিবরণে প্রকাশ, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বড় ঘবড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার মদিনা ক্রোকারিজ নামে ফ্যাক্টরীটা পরিচালনা করেন যাহার নাম মোঃ আমির হোসেন। প্রকাশ থাকে যে, উল্লেখ্য আমির হোসেন এনজিও ব্রাক থেকে ৫লক্ষ টাকা লোন নেয় কিস্তির মাধ্যমে পরিশোধের ভিত্তিতে। কিছুদিন কিস্তি যথা নিয়মে পরিশোধ করতে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে কয়েকটি কিস্তি দিতে অপারগতার স্বীকার হয়। কিন্তু কিস্তিু দিতে তার কোন অনিহা নেই এবং যথা নিয়মে কিস্তি পরিশোধ করতে কোন প্রকার আপত্তিও নেই। যেহেতু আমির হোসেন কিস্তির ভিত্তিতে লোন পরিশোধ করতে ইচ্ছুক সেহেতু তার কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করার সুযোগ প্রদান করিলে অবশ্যই তার লোনের সব টাকা পরিশোধ করবে। ব্রাক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে বলা যায় যে, আদালতে প্রদত্ত মামলাটি টাকা পরিশোধেরও একটি কিস্তি প্রয়োজন। আমির হোসেনের লোনের টাকা পরিশোধ করতে একমাত্র ব্রাক কর্তৃপক্ষই পারে সুষ্ঠ সমাধান করতে। ব্রাকের একাধিক গ্রাহক ব্যক্ত করে যেহেতু আমির হোসেন কিস্তির মাধ্যমে লোন পরিশোধের অঙ্গিকারে লোন গ্রহণ করেছে সেহেতু তাকে একটি বার লোন পরিশোধের সুযোগ প্রদান করা ব্রাক কর্তৃপক্ষের অনুদান। তাছাড়া আমির হোসেন অবশ্যই ব্রাকের একজন গ্রাহক সুতরাং ব্রাক কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে আমির হোসেনকে সমঝোতার ভিত্তিতে লোনটি পরিশোধের ব্যবস্থা করিলে ব্রাকের সকল গ্রাহক খুশি হবে মর্মে ব্যক্ত করেন। অধিকন্ত আমির হোসেন ৫লক্ষ টাকা লোন নিয়ে ২লক্ষ ৮৩হাজার ৬শত ৫৫ টাকা ইতিমধ্যে যথা নিয়মে পরিশোধও করে বাকী ব্রাকের প্রাপ্য টাকাটা যথা সময়ে পরিশোধ করবে মর্মে বিনয়ের সহি ব্যক্ত করে। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরজমিনে পর্যবেক্ষণ করে জানতে পারে ব্রাকের গ্রাহক আমির হোসেনের উদ্দেশ্য মহত্ব সে ব্রাকের টাকা পরিশোধ করতে ইচ্ছুক যাহা সুযোগের অপেক্ষায়।
(বিস্তারিত আগামীতে……..)