পটুয়াখালী দশমিনার বাসিন্দা শাহজাহান মিয়া বাপ-দাদার সম্পত্তি থেকে কেন বঞ্চিত দেশবাসীর জিজ্ঞাসা?
ভ্রাম্যমান প্রতিনিধি: পটুয়াখালী জেলার দশমিনার উপজেলার রনগোপালদি গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি থেকে কোন বঞ্চিত তাহা এলাকাবাসীসহ দেশবাসীর জিজ্ঞাসা। নির্ভরযোগ্য সূত্রটি ব্যক্ত করে, রনগোপালদির অপর বাসিন্দা হেমায়েত জমাদ্দার এবং এমদাদ জমাদ্দার শাহজাহান মিয়ার বাপ-দাদার সম্পত্তি থেকে কিছু অংশ ক্রয় করে। সেই ক্রয়ের সূত্র ধরে শাহজাহান মিয়ার সমুদয় সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করে আত্মসাৎ করে যাচ্ছে। এলাকার সচেতন মহল ব্যক্ত করে, শাহজাহান মিয়ার বাবার সম্পত্তি উদ্ধার করার ক্ষমতা না থাকার কারণে হেমায়েত গং জোর পূর্বক প্রায় ৪ একর সম্পত্তি ভোগ দখল করে যাচ্ছে। তবে সরকার নজর দিলে অসহায় শাহজাহানের সম্পত্তি উদ্ধার করা সম্ভব। যেহেতু শাহজাহান ঢাকায় ছোট একটি চাকুরী করে জীবন যাপন করছে। এলাকাবাসীর ভাষ্য বৃদ্ধ শাহজাহান মিয়া বাপ-দাদার সম্পত্তির ন্যায্য অংশিদার।
(বিস্তারিত আগামীতে——)