করোনা ভাইরাসের নতুন হটলাইন নম্বর ১৬২৬৩

অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা ভাইরাস সংক্রান্ত যেকোনও প্রয়োজনে নতুন হটলাইন নম্বর দেয়া হয়েছে। নতুন হটলাইন নম্বর হলো ১৬২৬৩। এটি জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার হিসেবে পরিচিত। জানা যায়, ডেঙ্গু প্রাদুর্ভাবের সময়ও এই কল সেন্টারটি চালু ছিল জরুরি সেবা দেওয়ার জন্য। সোমবার (৯ মার্চ) বিকেলে যুক্ত হবে আরও আটটি নম্বর। এছাড়া আগের চারটি নম্বর তো থাকছেই। তাছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। সেসব জায়গায়ও হটলাইন নম্বর থাকছে। সোমবার আইইডিসিআর’র সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাসের তথ্যের জন্য চারটি নম্বর চালু রয়েছে। এর সঙ্গে নতুন নম্বরটি চালু করা হয়েছে। আরো আটটি নম্বর আমরা যুক্ত করতে যাচ্ছি। বিকেল থেকে এই নাম্বারগুলো চালু হবে। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আটটি নম্বর জানিয়ে দেওয়া হবে। রবিবার আইইডিসিআর ৪ টি হটলাইন নম্বর দিলে গতকাল বিকাল থেকে ৫০৯টি কল এসেছে । এর মধ্যে ৪৭৯ কল করোনা সংক্রান্ত। আইইডিসিআরে সরাসরি এসেছেন ১৮ জন। ৪ জনের শরীরের নমুনা নিয়েছি, তারা কেউ আক্রান্ত না বলে জানান আইইডিসিআরের এই পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *