বড় জমায়েত এড়িয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

অপরাধ তথ্যচিত্র ডেক্স : করোনা ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে বড় জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে থার্মাল স্ক্যানারের মাধ্যমে করোনা ভাইরাসে সৃষ্ট কভিড-১৯ রোগ যথাযথ নির্ণয় প্রক্রিয়া জোরদার করার নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, স্কুল-কলেজ বন্ধ রাখার মতো পরিস্থিতি আমাদের দেশে সৃষ্টি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *