গবেষণার ফল দেশের কাজে ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
অপরাধ তথ্যচিত্র ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই গবেষণার দিকে সরকার বিশেষ নজর দিয়েছে।’ একইসঙ্গে শুধু গবেষণা নয়, এর ফলাফল দেশের কাজে ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের খাদ্য, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন মেগা প্রজেক্ট করছি, ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে, শিল্প-কলকারখানা হবে, সর্বক্ষেত্রেই কিন্তু গবেষণার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, বিশ্ব কিন্তু এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিনিয়ে আমাদের চলতে হবে। সেভাবে আমরা আমাদের দেশকে গড়তে চাই, আমাদের মানুষকে গড়তে চাই। দেশের মানুষও যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলে ও বিজ্ঞানমনস্ক হয়ে উঠে।’ এসময় গবেষণার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে গবেষক ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
উল্লেখ্য, বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে গেল ১০ বছর ধরে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ প্রদান করা হচ্ছে। এ সময়ের মধ্যে ৫১৯ জনকে প্রায় ১৫৬ কোটি টাকার ফেলোশিপ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আজ চলতি অর্থবছরে ৩ হাজার ২০০ জনকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার ফেলোশিপ তুলে দেন প্রধানমন্ত্রী।