তানোরে সাঁওতাল পল্লীর পুকুর দখল উত্তেজনা

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের পাচন্দর ইউপির ইলামদহী সাঁওতাল পাড়ায় সাঁওতাল পল্লীর বাসিন্দাদের দখলীয় পুকুর জোরপূর্বক দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বিএনপি মতাদর্শী চাঁদপুর গ্রামের বাসিন্দা হাজী নজরুল ইসলাম তার স্ত্রী রোকেয়া বেগমের নামে ভূয়া দলিল সৃষ্টি ও ভূয়া তথ্য দিয়ে কাগজপত্র করে লাঠির জোরে পুকুরটি জবরদখল করেছেন। এ ঘটনায় সাঁওতাল পল্লীর বাসিন্দাদের মধ্যে অসন্তোষ উত্তেজনা সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে উদ্বেগ-উৎকন্ঠা। তারা পুকুরটি অবৈধ দখলমুক্ত ও অবৈধদখলদার হাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে আইনের আওতায় নিতে সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা জানান, তানোরের পাঁচন্দর ইউপির ইলামদহী মৌজায় খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ২৭৬ জমির পরিমাণ ১.৫০ একর শ্রেণী পুকুর। প্রায় এক যুগ আগে ইউপির বিভিন্ন এলাকা থেকে ভূমিহীন সাঁওতালরা এসে পুকুর পাড়ে বসতঘর গড়ে বসবাস এবং তাদের গৃহস্থালী কাজে পুকুরের পানি ব্যবহার এমনকি খরা মৌসুমে খাবার পানি হিসেবে ব্যবহার করে আসছে। অথচ হঠাৎ করেই ওই পুকুর নিজের দাবি করে হাজী নজরুল ইসলাম লাঠির জোরে জবরদখল করে মাছ চাষ শুরু করেছে। এদিকে মাছ চাষের জন্য মাছের খাবার হিসেবে মানুষ ও মুরগীর বিষ্ঠা পুকুরে দেয়ায় বিপাকে পড়েছে সাঁওতাল পল্লীর বাসিন্দারা। আশপাশে টিউবয়েল না থাকায় তাদের অনেক দুর খেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে পুকুরের পানি দুষিত হয়ে পড়ায় তারা বাড়ির গৃহস্থালী নিত্যপ্রয়োজনীয় কাজ গবাদী পশুর গোসল ইত্যাদি কাজে পুকুরের পানি ব্যবহার করতে পারছে না। ফলে দীর্ঘদিন ধরে সাঁওতাল পল্লীর বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে। এবিষয়ে জানতে চাইলে হাজী নজরুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবে পুকুরের মালিক তবে রফিক মেম্বার সাঁওতাল পল্লীর বাসিন্দাদের দিয়ে তার পুকুর দখলের চেস্টা করছে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, তিনি এখানো কোনো অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *