বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনার লেখা একযোগে পড়বে ২ কোটি শিক্ষার্থী
অপরাধ তথ্যচিত্র ডেক্স : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর একটি বিশেষ লেখা লিখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লেখা আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ন্মশতবার্ষিকী শুরুর দিন পাঠ করবে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়পড়ূয়া প্রায় সোয়া দুই কোটি শিশু। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য জানান। ওই দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগে একটি নির্দিষ্ট সময়ে সারা দেশের ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এই লেখার পাঠ আয়োজন করা হয়েছে। প্রাথমিকের সব শিক্ষার্থীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী লেখা দেবেন জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উদযাপন শুরু হচ্ছে। সেই জন্মশতবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন। সেই লেখাটি আমরা সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করাব ১৭ মার্চ।’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধুর ওপরে লিখে দেবেন। প্রত্যেক স্কুলে একযোগে এক সময়ে পাঠ হবে এটি’।