সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক -১

মনির হোসেন,মোংলা: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। এসময় আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ৪৬ পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক জানান, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) গভীর রাতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসলাম সানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আসলাম সানা দীর্ঘদিন যাবত ইয়াবা কেনা বেচার সাথে জড়িত বলে এ প্রতিবেদককে জানায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন টিমের সদস্যরা। আটক আসলাম সানা খুলনার দাকোপ উপজেলার ভিটাভাঙ্গা গ্রামের আবু বক্কর সানার পুত্র। তার বিরুদ্ধে দাকোপ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে কোস্টগার্ড। সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে চোরাচালান, মাদক পাচার রোধ, মৎস্য ও বনজ সম্পদ রক্ষা এবং জলদস্যু, বনদস্যুদের অপতৎপরতারোধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *