উন্নত দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
অপরাধ তথ্যচিত্র ডেক্স শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশ এখন খাদ্রে স্বয়ংসম্পূর্ণ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকা করেছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ, কারিগরি শিক্ষার্জন করলে কেউ বেকার থাকে না। এ সময় শিক্ষামন্ত্রী ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুইটি পৃথক কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। অনুষ্ঠানে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। দুই উপজেলার সাড়ে ৯০০ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।