বাংলাদেশ-মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা ‘স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো’: চীনা রাষ্ট্রদূত
অপরাধ তথ্যচিত্র ডেক্স: গণহত্যা-গণধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গারা। বার বার প্রতিশ্রুতি দেয়ার পরও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে টালবাহানা করছে মিয়ানমার। বিশেষজ্ঞদের ধারণা, শক্তিধর চীনের আশ্রয়-প্রশ্রয়ে রোহিঙ্গা ইস্যুতে সু চি সরকার নানা অযুহাত তৈরি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে টালবাহান করছে। তবে রোহিঙ্গা সমস্যার এই ইস্যুকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়ার সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিরোধ অনেকটা স্বামী-স্ত্রীর ঝগড়ার মতো। আর কোনও দম্পতি যদি তৃতীয় পক্ষের কাছে যান, তাহলে তাদের সমস্যার সমাধান হয় না।’সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।চীন মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধ এবং বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় বলেও উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমার ও বাংলাদেশ উভয়ই চীনের ভালো বন্ধু। পশ্চিমাদের চাপের পরিবর্তে দুই দেশের মধ্যে আরও আলোচনা চায় চীন। মিয়ানমার বহু বছর ধরে পশ্চিমাদের চাপে ছিলো। তারা এখন আর এসব চাপ নিতে চায় না।’লি জিমিং বলেন, গাম্বিয়ার মামলায় আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছে তা যদি নিরাপত্তা পরিষদে ওঠে বা আলোচনা হয় তবে তাতে ভেটো দেবে না চীন। তারা চায়- বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত হোক এবং একইসঙ্গে উভয় দেশ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করুক।’এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করছে, চীনও সেভাবেই সহযোগিতা করবে বলেও দাবি করেন চীনের রাষ্ট্রদূত।