বাগেরহাট চিতলমারী শৈলদাহ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেশের স্থাপতিসহ প্রধানমন্ত্রীকে অসম্মান করছেন।

বিশেষ প্রতিনিধি: বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন শৈলদাহ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তার মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের স্থপতির ছবি সংরক্ষন না করাতে এলাকাবাসী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ব্যক্ত করে, সে বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত বিধায় দেশের স্থপতি সহ প্রধানমন্ত্রীর ছবি তার অফিস চেয়ার বরাবর অথবা তার মাথা বরাবরে সংরক্ষণ করে নাই। মাদ্রাসা শিক্ষকবৃন্দের কয়েকজন ব্যক্ত করে, প্রধানমন্ত্রী এবং দেশের স্থপতির ছবি অধ্যক্ষের চেয়ার বরাবর রাখতে হবে বাধ্যতামূলক কিনা? অন্যান্য শিক্ষকদের ভাষ্য দেশের স্থপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি মাদ্রাসা প্রধানের চেয়ার বরাবর রাখতে হবে এমন বিধান তাদের জানা নাই। মাদ্রাসা সংশ্লিষ্ট এলাকাবাসী গভীর উদবেগে ব্যক্ত করে দেশের স্থপতি সহ মাননীয় প্রধামন্ত্রীর ছবি মাদ্রাসায় সংরক্ষনে মাদ্রাসা শিক্ষকদের অনিহা। মাদ্রাসার সভাপতি কে এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অধ্যক্ষ ব্যক্ত করে এডিসি শিক্ষা বাগেরহাট অত্র মাদ্রাসার সভাপতি। প্রতিত্তোরে অত্র ভ্রাম্যমান বিশেষ প্রতিনিধিদ্বয় সৌজন্যে সাক্ষাতে এবং পর্যবেক্ষণের শেষ পর্যায় মাদ্রাসার সকল শিক্ষকসহ অধ্যক্ষকে বলেন যদি কোন সময় এডিসি শিক্ষা বাগেরহাট মহোদয় অত্র মাদ্রাসায় আসেন তখন তিনাকে জিজ্ঞাসা করবেন দেশের স্থপতিসহ প্রধানমন্ত্রীর ছবি প্রতিষ্ঠান প্রধানের চেয়ার বরাবরে রাখতে হবে কি না? আরোও এক প্রসঙ্গে ব্যক্ত করেন, দেশের যত প্রকার প্রতিষ্ঠান আছে সকল প্রকার প্রতিষ্ঠান প্রধানের চেয়ার বরাবর স্থপতি সহ প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে যাহা বিধি বিধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *