নাটোরে বিবাহের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষন, থানায় মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিবাহের প্রলোভনে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভুগি ওই নারীর মা। বর্তমানে চার মাসের অন্ত:সত্ত্বা কিন্তু জোরপূর্বক তাকে এ্যাবরশন করানো হয়েছে বলে দাবি করেছের ভুক্তভুগি নারী।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শালাইনগর গ্রামের খবির আলীর ছেলে তারিক হোসেন (২৩) দীর্ঘদিন থেকে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্র্ক গড়ে তুলেন। কয়েক মাস পূর্বে তাকে বিবাহ করবে প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ঘটনার পর থেকে বিবাহের কথা বললেও তালবাহানা করে তারিক হোসেন। বর্তমানে অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালের ভর্তি রয়েছে ধর্ষনের স্বীকার ওই নারী। ৮ফেব্রুয়ারী বাগাতিপাড়া মডেল থানায় ওই নারীর মা বাদি হয়ে এজাহার করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।ধর্ষনের স্বীকার ওই নারীর দাবি, তার মা থানায় এজাহার করার পর থেকে তাকে ও তার পরিবারকে ঘটনাটি মিমাংশা করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্ত তারেক সহ তার সহযোগীরা। তিনি আরো দাবি করেন, গত কয়েকদিন আগে তাকে জোরপূর্বক তুলে নিয়ে পুঠিয়া একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গর্ভের সন্তান নষ্ট করতে ইনজেকশন করে তারপর থেকে তিনি বেশী অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন নতুন কাগজকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীকে আটকের সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখেছি। মামলা করায় হুমকি দিচ্ছে এমন অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *