মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব পচ্ছন্দের শীর্ষে ফারুক চৌধূরী

আলিফ হোসেন: রাজশাহী মহানগর আওয়ামী লীগের কাউন্সিল আগামী পহেলা মার্চ অনুষ্ঠিত হচ্ছে এমনটি ধরে নিয়ে কমিটিতে আসতে পদ-প্রত্যাশীরা লবিং ও তদ্বিরে ব্যস্ত পাশপাশি সাধারণ নেতাকর্মীরাও তৎপর হয়ে উঠেছে, কমিটিতে এবার আসতে পারে বড় চমক, সাংগঠনিক কর্মকান্ড জোরদার, আওয়ামী লীগের উন্নয়ন-অর্জন সাধারণ মানুষের মধ্যে তুলে ধরে জনসমর্থন বৃদ্ধি, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় করতে শিগগির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয়রা জানান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে অনেকেই আলোচনায় থাকলেও আদর্শিক নেতৃত্ব হিসেবে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন এমপি ফারুক চৌধূরী। তৃণমূলের অভিমত, দীর্ঘদিন পর এবার মহানগর আওয়ামী লীগ হেভিওয়েট ও হাইপ্রোফাইল (সভাপতি) নেতৃত্ব পেতে যাচ্ছে। মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে জম্পেশ আলোচনা চায়ের কাপেও ঝড় উঠেছে। কারা হচ্ছেন সভাপতি ও সম্পাদক ? এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে অনেক কিছু। ওদিকে সমর্থন পেতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক বাড়াতে ব্যস্ত হয়ে উঠেছেন পদ প্রত্যাশীরা। ফলে কাউন্সিল ঘিরে নতুন করে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগকে নেতৃত্ব দেবার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, সামাজিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, রাজনৈতিক দূরদর্শীতা, আদর্শিক-পরীক্ষিত নেতৃত্ব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও গ্রহণ যোগ্যতা ইত্যাদি যেসব গুণের প্রয়োজন তার সবগুলো এমপি ফারুকের মধ্যে বিদ্যমান রয়েছে। এছাড়াও শিশুকাল থেকে রাজশাহী মহানগরীতেই এমপি ফারুকের বেড়ে উঠা, ফলে রাজশাহী মহানগর জুড়েই রয়েছে তার বিশাল কর্মী-বাহিনী ও অনুগত নেতাকর্মী-সমর্থক। রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তার যে অবদান সেটাও অস্বীকার করার কোনো উপায় নাই, আবার তার রাজনৈতিক দূরদর্শীতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলারও কোনো সুযোগ নাই। তিনি আওয়ামী লীগে নেতৃত্ব দেবার আগের ও পরের অবস্থান বিশ্লেষণ করলেই সেটার প্রমাণ পাওয়া যাবে এটার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নাই। ফারুক চৌধূরীর দিকনির্দেশনা, আদর্শিক নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শীতায় রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিতে আজকের এই গণজোয়ার এসেছে। আদর্শিক-প্রবীণ, ত্যাগী, নিবেদিতপ্রাণ, রাজনৈতিক দূরদর্শীসম্পন্ন গ্রহণযোগ্য ব্যক্তি, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, রাজনৈতিক সহাবস্থান, কর্মী-জনবান্ধব নেতা হিসেবে ফারুক চৌধূরীর ব্যাপক পরিচিতি রয়েছে রাজশাহী অঞ্চল জুড়েই। অপরদিকে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আগামী নেতৃত্বের যেই শট তালিকা দলের নীতিনির্ধারক মহলের কাছে রয়েছে সেই তালিকায় সভাপতি পদে সবার উপরে ফারুক চৌধূরীর নাম রয়েছে। এদিকে তৃণমূলের দাবী অতীত ইতিহাস ধরে তারা কথিত কোনো বড় নেতা নয় এবার আদর্শিক, রাজনৈতিক দূরদর্শীতাসম্পন্ন, কর্মী-জনবান্ধব, দল, নেতা ও নেতৃত্বের প্রতি নিবেদিতপ্রাণ-আনুগত্যশীল, শক্তিশালী, পরীক্ষিত ও বিশস্ত নেতৃত্ব দেখতে চাই। রাজশাহী আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ নেতা বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে সভাপতি পদে ফারুক চৌধূরীর কথা আলোচনায় রয়েছে। তিনি বলেন, মহানগর কমিটিতে নিয়ে আসতেই কৌশলে ফারুক চৌধূরীকে জেলা কমিটির সভাপতি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও রাজশাহী মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *