বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের ছত্র ছায়ায় শিক্ষকরা কোচিং বানিজ্যে ব্যস্ত।
ভ্রাম্যমান প্রতিনীধি: বরগুনা জেলার বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের ছত্র ছায়ায় নিম্নলিখিত শিক্ষকরা কোচিং বানিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের নির্দ্দেশনা এস এস সি পরীক্ষা- কে কেন্দ্র করে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত জরুরী ভিত্তীতে যে কোনো প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে কিন্তু বেতাগী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের ছত্র ছায়ায় যথাক্রমে শিক্ষক আঃ রব,সহিদুল ইসলাম, আঃ হালিম, মশিউর রহমান, সঞ্জিত চন্দ্র, বিমল চন্দ্র, নূরুল আমিন বাচ্চু ও শাওন- কোচিং বানিজ্যে ব্যস্ত যাহাদের প্রত্যেকের ছবি অত্র অপরাধ তথ্যচিত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনীধিদ্বয়ের ক্যামেরায় রক্ষিত।
(বিস্তারিত আকারে আগামীতে পত্রিকায়)