ইসলামপুর বাইপাস সড়কের কাজে চলছে অনিয়ম ও কচ্ছপ গতি

ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বাইপাস সড়কের কাজে চলছে অনিয়ম ও কচ্ছপ গতি। ফলে জন দুভোর্গে পড়েছে পথচারী ও যানবাহন চলাচলে। দীর্ঘদিন ধরে জামালুপরের সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর কাজ করা নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান গড়িমসি করলেও বিষয়টি দেখার কেউ নেই।
জানা গেছে,দীর্ঘদিন কাজ বিরতি রেখে গত কয়েকদিন ধরে বাইপাস সড়কের যাতায়াত বন্ধ করে দিয়ে কাজ শুরু করায় বিপাকে পড়েছে এলাকাবাসী ও যানবাহন। বাইপাস সড়ক বন্ধ করে ধীর গতিতে কাজ করায় শহরের রাস্তায় চাপ পড়ায় যানজট লেগেই থাকছে। এছাড়াও কলেজ মোড়ে বেইলী ব্রীজটি উপর ভারী যানবাহনের চাপ পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। ব্রীজে ইস্পাতের স্লাব খুলে গিয়ে দূর্ঘটনার ঘটনাও ঘটছে। ইসলামপুরের ২.৯০কিলোমিটার বাইপাস সড়কটি কাজ নিয়েও সচেতেন মহলে নানান অভিযোগ উঠেছে, রাস্তার কাজে ব্যাবহার হচ্ছে নি¤œমানের মরা পাথর এবং রাস্তাটি’র কার্পেটিংয়ের আগের কাজের পাথরের পরিমান কম ও বালির পরিমান বেশী দেওয়া হচ্ছে। এছাড়াও রাস্তার বার্তি অংশের রাস্তার কিনারা ঠিক মতো রুলিং করা হচ্ছে না। রুলিং কম হচ্ছে। ফলে রাস্তাটি’র কাজ শেষ হওয়ার পর যানবাহন চলাচলের রাস্তার দু’পাশে ডেবে যাওয়ার আশংকা রয়েছে। এলাকাবাসীর সচেতন মহল দ্রুত গতিতে সঠিক নিয়মে বাইপাস সড়কের কাজ সমাপ্ত করার জন্য দাবী জানিয়েছেন সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠানকে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান মোজহারুল এন্টার প্রাইজের লোকদের সাথে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়ায় যায়নি। তবে এ ব্যাপারে সওজ সড়ক উপ-বিভাগ-১, জামালপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাইদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অনিয়মের বিষয়গুলি ক্ষতিয়ে দেখা হবে; যাতে কাজ ভালো হয়। এছড়াও দ্রুত গতিতে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি ও তাগিদ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *