নির্বাচন বাচনচালে ভূমিকা রাখছে জামায়াত-শিবিরের ক্যাডাররা: আ.লীগ

অপরাধ তথ্যচিত্র ডেক্স: আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন বানচাল করার আশঙ্কা করছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এজন্য সবচেয়ে বড় ভূমিকা বোধহয় রাখছেন জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা বলেও জানান আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম। তার দাবি, রাজধানীর গোপীবাগে দক্ষিণ সিটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের ওপর মারামারি ঘটনাটা পুরো সাজানো ও পরিকল্পিত।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনদের সাথে ১ ঘণ্টা বৈঠক শেষে তিনি এ সব বলেন। এইচটি ইমাম বলেন, ‘গতকালের পুরো ঘটনাটি সাজানো, পূর্বপরিকল্পিত এবং এমনভাবে করেছে বিএনপির ক্যাডাররা। আমাদের কাছে তথ্য আছে, ২০১৪ থেকে ২০১৫ সালে বিএনপির সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী করেছিল। পরবর্তীকালে যারা ছাড়া পেয়েছে। তাদের অনেককেই ঢাকায় নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সজ্জিত হয়ে, দলগতভাবে তারা ঢাকায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। সুযোগ মত তারা পরিস্থিতি এমন সৃষ্টি করতে পারেন, যাতে নির্বাচনটি বানচাল হয়ে যায়।’ তার দাবি, ‘এখানে সবচেয়ে বড় ভূমিকা বোধহয় রাখছেন জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা। তাদেরকেই আনা হচ্ছে। গতকাল যে আক্রমণ করা হয়েছে, যে অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। আমাদের অনেকেই আহত হয়েছেন। যাদের শরীরে গুলির আঘাত আছে, তারা হাসপাতালেও আছেন। সেসব প্রমাণও আমাদের কাছে আছে।’ ‘সরকারি দলে যখন আছি, আমরা তো চাইব, নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য হোক। আমরা কী চাইব, মারামারি করে নির্বাচন নষ্ট হোক’, যোগ করেন এইচ টি ইমাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *