সান্তাহারে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে নয়জনের কারাদন্ড ও অর্থদন্ড

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গত মঙ্গলবার রাতে কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয় জনকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের হাকিম ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ বিন রশিদ এই রায় দেন । ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এ দিন রাত সাড়ে ৮ টায় ভ্রাম্যামান আদালত পুলিশের একটি দল নিয়ে সান্তাহার পৌর শহরের পাশে কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে ওই নয় জন কে গ্রেপ্তার করা হয়। পরে সেখানে আদালত বসিয়ে দিনাজপুরের আখি বানু, চট্রগামের সুবর্ণা আক্তার, ময়মনসিংহের সোমা আক্তার, খুলনার সুমি আক্তার, সান্তাহার শহরের ইয়ার্ড কলোনীর মাহাবুব হোসেন ও নওগাঁর গোবিন্দপুর গ্রামের আব্দুল মতিন কে দুই মাস ও বগুড়ার আদমদীঘির রতœা বানু কে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে বগুড়ার নশরতপুর এলাকার রাসেল হোসেন ও রিপন হোসেন কে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক আদায় করা হয়। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ বিন রশিদ বলেন, অনৈতিক কর্মকান্ডসহ আবাসিক হোটেলে সর্ব ধরনের অপরাধ নিমূর্লে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। কারাদন্ড প্রাপ্ত সাতজন কে আদমদীঘি থানা পুলিশের ম্যাধমে বুধবার সকালে বগুড়া জেল-হাজতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *