৭২ ঘণ্টার মধ্যে আতিকের বিরুদ্ধে অভিযোগের ব্যবস্থা নেয়ার নির্দেশ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম। সোমবার (২০ জানুয়ারি) রাতে ৩৮ নং ওয়ার্ডের নির্বাহী মেজিস্ট্রেট মেহেদী মোর্শেদ ও ২৬ নং ওয়ার্ডের মহুয়া আফরোজকে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে তাবিথ আউয়ালের অভিযোগর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা কমিশনের চিঠি পেয়ে সে অনুযায়ী তদন্ত করে ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মেজিস্ট্রেদের নির্দেশ দিয়েছি।’ এর আগে গতকাল তাবিথের অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় ইসি। ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে রবিবার (১৯ জানুয়ারি) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফন ভাংচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লংঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ।