নির্বাচন ৩০ জানুয়ারিই, পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি ইসি

অপরাধ তথ্যচিত্র ডেক্স: সনাতনী ধর্মালম্বীরদের সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের তারিখ পরিবর্তনের কথা থাকলেও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে আরেক কমিশনার কবিতা খানম জানিয়েছেন নির্বাচন ৩০ জানুয়ারিই থাকছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে কমিশনদের নিয়ে এক বৈঠক হয়।বৈঠক শেষে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন পেছানোর ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।’আরেক কমিশনার কবিতা খানম বলেন, ‘৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়টি আদালতে গিয়েছে। কিন্তু আদালত নির্বাচন পেছানোর ব্যাপারে কোনও কিছুই বলেনি। আমরাও আমাদের সিদ্ধান্ত থেকে সরে আসছি না। নির্বাচন ৩০ জানুয়ারি থাকছে।’কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘৩০ জানুয়ারি নির্বাচন নিয়ে উচ্চ আদালতে ইতিমধ্যে রিট হয়েছে। তবে আদালত যদি কোনো সিদ্ধান্ত দেন, তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে আদালতের নির্দেশনা না আসলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।’নির্বাচনের তারিখ পেছাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে এক স্মারকলিপি জমা দেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কছে চিঠি দেন। এরই প্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে কমিশনকে চিঠি দেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেদিন সনাতনী ধর্মালম্বীরদের সরস্বতী পূজা উদযাপন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *