বাংলাদেশ-কানাডা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতি আনতে বাংলাদেশ ও কানাডা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইনের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এসময় দুই দেশের মধ্যে এই সিদ্ধান্ত হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব বাংলাদেশ-কানাডা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এতে করে বিজনেসম্যান টু বিজনেসম্যান (বিটুবি) আলোচনার জন্য একটি প্লাটফর্ম তৈরি হবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে।’ বাংলাদেশে এগ্রো প্রসেসিং জোন গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে, কানাডা এ খাতে বিনিয়োগ করলে লাভবান হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘কানাডা বাংলাদেশের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত। কানাডার ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশ দৃশ্যমান উন্নয়ন করছে। কানাডা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আগ্রহী।’ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হলে কানাডা অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, কানাডা এ সুযোগ নিতে চায় বলেও জানান রাষ্ট্রদূত। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) শরিফা খান।