মনোনয়ন পাওয়ার একদিন পরেই পদত্যাগ করলেন আতিকুল

অপরাধ তথ্যচিত্র ডেক্স: ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। দলীয় এই মনোনয়ন পাওয়ার একদিন পরেই বর্তমান মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ডিএনসিসিতে আজই ছিল তার শেষ অফিস। পদত্যাগের আগে করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তিনি।পদত্যাগ করে মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, ‘পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন অনুয়ায়ী মেয়র পদে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না।’রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। এছাড়াও দক্ষিণে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপস। তিনিও সংসদ সদস্য হিসেবে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরেই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার তারিখ ৩১ ডিসেম্বর, যাচাই-বাছাই ২ জানুয়ারি আর প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি নারী সংরক্ষিত ওয়ার্ড নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন গঠিত। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি নারী সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *