নকলায় সুতি নদীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার ব্রহ্মপুত্র নদের শাখা নদী হিসেবে পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি, পাঁচকাহুনিয়া ও পাঠাকাটা এলাকায় সুতি নদীতে অবৈধভাবে খনন কৃত মাছ চাষের ব্যক্তিগত পুুকুর উচ্ছেদ করে নদী খনন কাজ শুরু করেছেন পানি উন্নয়ন বোর্ড। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেড, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে সুতি নদীতে অবৈধ ভাবে গড়ে তোলা ব্যক্তিগত মাছ চাষের পুকুর গুলো উচ্ছেদ করে নদী পুণঃখনন কাজ শুরু করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেড আশরাফুল আলম রাসেল, পানি উন্নয়ন বোর্ড শেরপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মাজহারুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।