মঠবাড়িয়ায় প্রতিবন্ধি ধর্ষণের বিচার শুধুই জুতাপেটা !
পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রতিবন্ধি নারী (২৫) কে ধর্ষনের অভিযোগে নাসির উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তিকে জুতাপেটা করেছে স্থানীয় শালিসরা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষক উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চৌকিদার আঃ খালেক মিয়ার ছেলে। ধর্ষিতা জানান, প্রথমে ৪/৫ মাস আগে তিনি বিকেলে স্থানীয় তেঁতুলতলা বাজারে যান। বাড়ি ফিরতে রাত হলে সুযোগসন্ধানী চৌকিদার পুত্র নাসির তাকে বাড়ি পৌছে দেয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে শেষ পর্যন্ত ঐ প্রতিবন্ধীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আবারও তাকে বাড়িতে দেখা করতে বললে সে বিভিন্ন সময় নাসিরের কাছে যাওয়া আসা করত। গত ২০/২২ দিন আগে তেঁতুলতলা বাজারে গেলে একই ভাবে ধান ক্ষেতে ফেলে ধর্ষণ কালে পথচারীরা দেখতে পেয়ে নাসিরকে তাৎক্ষনিকভাবে শালিসের নামে রফা করতে জুতাপেটা করে ছেড়ে দেয়।
প্রতিবন্ধি ওই নারীর বাবা খালেক হাওলাদার জানান, চৌকিদারের ছেলের বিরুদ্ধে মামলা দিলে তারা এলাকায় টিকতে পারবে না। তাই তারা সৃষ্টিকর্তার কাছে বিচারের ভার ছেড়ে দিয়েছেন।
অভিযুক্ত নাসির জুতাপেটার সত্যতা স্বীকার করে বলেন, আমি একজনের কাছে টাকা পাবো। ওই টাকা চাইতে যাবার সময় দুজন লোক তাকে টেনে হিচড়ে ধান ক্ষেতে ওই নারীর কাছে নিয়ে যায়। এটা তাদের ষড়যন্ত্র ছিল। তবে কারা তাকে টেনে নিয়ে গেলেন সেই লোক দুজনের নাম বলতে পারেনি নাসির।
এদিকে খালেক চৌকিদার বলেন, ষড়যন্ত্র করে এলাকার কিছু পোলাপান তার ছেলে নাসিরকে মারধর করেছে। কারা এবং কেন মারধর করেছে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদার তার ছেলেকে মারধর করেছে।
আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদার বলেন, নাসির লম্পট প্রকৃতির লোক। তবে আমি তার কোন বিচার সালিস করিনি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।