লক্ষ্মীপুরে চেয়ারম্যানের বাহিনীর হামলায় অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে
অপরাধ তথ্যচিত্র ডেক্স: লক্ষ্মীপুরে জামি নিয়ে বিরোধের জেরে স্থানীয় চেয়ারম্যানের বাহিনীর হামলায় অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে লাহারকান্দি ইউনিয়নের যুগি বাড়িতে স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেনর সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন সংখ্যালঘু পরিবারের কনিকা নামে এক অন্তঃসত্ত্বা নারী। কনিকাকে গুরুত্বও আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার অনুপ চন্দ্র দেবনাথের স্ত্রী। সদর হাসপাতালে ভর্তিরত অনুপ চন্দ্র দেবনাথের স্ত্রী কনিকা জানান, তাদের মালিকানাধীন জমিতে নির্মাণাধীন সিমানা প্রাচীর ভাঙার সময় বাঁধা দিতে গেলে চেয়ারম্যানের বাহিনী তার পরিবারের উপর হামলা করে। এতে তার তলপেটে আঘাত লাগলে ঘটনাস্থলেই মাটিতে লুটে পরে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে তার জ্ঞান ফিরে আসেন। এদিকে মারধরের ঘটনা অস্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু জানান, ওই নারীকে তিনি মারধর করেন নাই। সীমানা প্রাচীর ভাঙার সময় ওই নারী বাঁধা দিলে তার গায়ে হাত লাগে। পরে তারা ওই নারীর বিরুদ্ধে মারধরের ঘটনা রটিয়ে গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে লাহারকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, স্থানীয় ইউপি সদস্য সিরাজ ও চকিদার জহিরসহ কয়েকজন এসে কোন নোটিশ ছাড়াই বিকাশ চন্দ্র দেবনাথের মালিকানাধীন জমিতে থাকা সীমানা প্রাচীর ভেঙে দেয় এবং এ ঘটনায় বাধা দেয়া হলে অন্তঃসত্ত্বা নারী কনিকার উপর হামলা করে তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক মিয়া জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।