কুয়াশাচ্ছন্ন মহাসড়কে সীমিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: শৈত্যপ্রবাহের প্রভাবে দেশে তাপমাত্রা কমছে। সঙ্গে বাড়ছে বাতাস ও কুয়াশা। কুয়াশার মধ্যে মহাসড়কে সীমিত গতিসীমায় গাড়ির চালানোর জন্য চালকদের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানিয়েছেন।
সড়কে দুর্ঘটনা রোধ হাইওয়ে পুলিশের সব রিজিয়নের থানা, ফাঁড়ির ইনচার্জ ও দায়িত্বরত টহল ভ্যান সদস্যদের দায়িত্ব পালনে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের এ বার্তায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে মহাসড়কে চলাচলকারী পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।