তানোরে চারফসলি জমিতে ইট ভাটা
তানোর ‘রাজশাহী’ প্রতিনিধি: রাজশাহীর তানোরে নীতিমালা লঙ্ঘন করে চার ফসলি জমিতে ইট ভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। জানা গেছে, তানোর উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দুরে বাধাইড় ইউপির প্রত্যন্ত পল্লী গোয়ালপাড়া গ্রামে চার ফসলি জমিতে কেআরবি নামের এই ইট ভাটা নির্মাণ করা হয়েছে। এদিকে লোকালয় ও ফসলি জমিতে ইট ভাটা নির্মাণের ফলে আশপাশের জমিতে ফসল উৎপাদন ব্যাহত ও প্রাকৃতিক পরিবেশের ওপর বিরুপ প্রভাব পড়েছে। এছাড়াও ইট তৈরীতে উর্বরা কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম আলু চাষের কথা বলে গোয়ালপাড়া মাঠে প্রথমে চার বিঘা চার ফসলি জমি কিনেছেন, পরবর্তীতে আরো প্রায় কুড়ি বিঘা জমি ইজারা নিয়ে প্রায় ত্রিশ বিঘা জমির ওপর কেআরবি ইটভাটা নির্মাণ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, ইটভাটা নির্মাণে বাধা দিলে তাদের মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শন করে রফিকুল ইসলাম এই ইটভাটা নির্মাণ করে ফসলী মাঠের সর্বনাশ করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জারি করা পরিপত্র (২০ অক্টোবর ২০০৩) অনুযায়ী ইট ভাটায় ১২০ ফুট উঁচু চিমনি স্থাপন বাধ্যতামুলক। এছাড়াও ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (৪ ধারার ৫ উপ-ধারা) অনুযায়ী আবাসিক এলাকা, উপজেলা সদর ও ফল বাগানের আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে ইটভাটা স্থাপন সম্পূর্ণ অবৈধ। কিšত্ত লোকালয় ও চারফসলী জমিতে কেআরবি ইটভাটা স্থাপন করা হয়েছে। এতে ইটভাটার নির্গত ধোঁয়া অতি সহজেই লোকালয় ও খেত-খামারে ছড়িয়ে পড়ছে। ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এ ছাড়াও ইটভাটায় শিশুরা শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। স্থানীয়রা কেআরবি ইট ভাটা বন্ধের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যম প্রশাসনের অভিযান পরিচালনার দাবি করে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নাসরীন বানু বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষি জমিতে ইটভাটা নির্মাণের কোনো সুযোগ নাই। এব্যাপারে ইট ভাটার মালিক বলে পরিচিত রফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সারাদেশে যেভাবে ও যেই নিয়মে ইটভাটা চলছে তিনি সেই ভাবে ইটভাটা চালাচ্ছেন এতে সমস্যা কি।