আইনজীবীরা সমাজ নির্মাণের কারিগর -স্পিকার
বিশেষ প্রতিনিধি: আইনজীবীরা সমাজ নির্মাণের কারিগর। জনগণের অধিকার ও বিচার নিশ্চিত করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের কাজ করতে হবে। রোববার রাতে রংপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এসব কথা বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সমিতির পক্ষ থেকে আইনজীবীদের কৃতী সন্তানদের মাঝে বৃত্তি প্রদান করেন তিনি।স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে লাল-সবুজের পতাকা পেয়েছে এই জাতি। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিয়েছেন বিশ্বের অন্যতম সংবিধান। এই সংবিধানে জনগণের মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে।’ আইনজীবীদের সেই সংবিধান সমুন্নত রাখতে আহ্বান জানান তিনি।
রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, রংপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান, রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক।