বিয়ের গাড়িতেই গেল একই পরিবারের ৭ প্রাণ

অপরাধ তথ্যচিত্র ডেক্স: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের নিহতদের মধ্যে ৭ জন একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় আরও তিনজনসহ মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে। শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন , শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রীনগরের ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলে- বর রুবেলের বাবা আব্দুল রশিদ বেপারী (৭০), বোন লিজা বেগম (২৪), ভাগনি তাবাসসুম (৬), অপর ভাগনি রেনু (১২), ফুপা কেরামত বেপারী (৭০), ভাইয়ের ছেলে তাহসান (৪), বড় ভাইয়ের স্ত্রী রুনা খান (২৪)। এছাড়াও মাইক্রোবাসের চালক বিল্লাল (৪০), প্রতিবেশী মফিজুল মোল্লা (৬৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় নিহত বাকি একজনের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাসারে সঙ্গে ঢাকামুখি একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে। এতে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে ৬জন ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এ দিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে দাফন ও যাতায়াত বাবদ ২০ হাজার করে টাকা সহায়তা করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *