ধর্মঘট প্রত্যাহার, খুলনায় কাল থেকে বাস চলবে

অপরাধ তথ্যচিত্র ডেক্স: সড়ক আইন সংশোধনের দাবিতে দুই দিন বন্ধ থাকার পর কাল বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে খুলনার অত্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চলমান পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে পরিবহন নেতাদের সঙ্গে খুলনা সার্কিট হাউসে জেলা প্রশাসকের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা সার্কিট হাউসে ডিসি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের আলোচনা শেষে মধ্যস্থতার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক-শ্রমিক নেতারা চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেন। এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী। বৈঠক শেষে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, নতুন সড়ক আইনের কিছু ধারায় মালিক ও চালকদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এ কারণে চালক ও মালিকরা ভয়ে গাড়ি বের করছেন না। আরও জানান, তবে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিন নতুন সড়ক আইন বাস্তবায়নে কিছুটা শিথিল করার আশ্বাস দেওয়া হয়েছে। তাই ইউনিয়নের পক্ষ থেকে চালক ও মালিকদের গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে। যেহেতু সিদ্ধান্ত নিতে নিতে দুপুর হয়ে গেছে তাই আজ আর নয়, বুধবার থেকে চালকরা গাড়ি চালাবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *