খোকার লাশ আনতে অসহযোগিতা করবে না সরকার,

অপরাধ তথ্যচিত্র ডেক্স: বিএনপির ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বাংলাদেশে আনতে সরকারের কোন অসহযোগিতা থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন, ‘সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে যদি অন্য দেশে কোন সমস্যা থাকে, সে ক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না।’ সোমবার ( ৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সহযোগী সংগঠনের বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্ব পরিবর্তন হবে। যারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য বিতকির্ত তাদেরকে নেতৃত্ব আনা হবে না। কিছু বিতকির্ত লোকজন সংগঠনে প্রবেশ করেছে তাদেরকে নেতৃত্ব আনা হবে না। এটা আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ।’ তিনি বলেন, ‘নতুন নেতৃত্ব আসবে, তবে পুরাতনদেরও দরকার। দলের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ এবং এনার্জি আছে তাদেরও লাগবে। তবে নতুন ও পুরাতনের সমন্বয় কমিটি গঠন করা হবে।’ ঢাকা মহানগরের সম্মেলনে বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রী (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) নির্দেশে আমি জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানকে ডেকে সম্মেলনের প্রস্তুতির নির্দেশনা জানিয়ে দিয়েছি।’ ১৫ ডিসেম্বরের আগেই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ১২-১৩ তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলেও জানান ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *