পুলিশ পরিচয়ের আড়ালে মাদক সম্রাট

রাজবাড়ী প্রতিনিধি: খুলনা জেলার পিবিআই ইউনিটের সদস্য। ধানমন্ডি পিবিআই এর প্রধান কার্যালয়ের তালিকায় পলাতক। যার বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে। পলাতক থেকে পিবিআই সদস্য পরিচয়ের সুবাদে গড়ে তুলেছে মাদক সম্রাজ্য। রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়ায় রয়েছে তার মাদক বাহিনী। সেই বাহিনীর সম্রাটই হলো পিবিআই ইউনিট খুলনা থেকে পলাতক লিটন ঘোষ (২৭)। তার পিতার নাম দিলীপ চন্দ্র ঘোষ, গ্রামের বাড়ী বর্তমান পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্তি (ঘোষপাড়া) গ্রামে। এসকল তথ্য জানা যায়, গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর মামলা ৬৪৩ নং সূত্র মূলে। মামলার আসামী লিটন ঘোষ ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে গোয়ালন্দ ঘাটের নিকটবর্তী দৌলতদিয়া পতিতা পল্লী থেকে মাদক সহ গ্রেফতার হয়। গ্রেফতারের পর প্রকাশ পায় লিটনের মাদক বাহিনীর পরিচয়। অনুমান ৭ মাস ধরে দৌলতদিয়া যৌনপল্লীর শিল্পী বাড়ী ওয়ালার ছোট বোন তানিয়ার স্বামী পরিচয়ে দৌলতদিয়ায় গড়ে তোলে তার মাদকের আস্তানা। দৌলতদিয়ায় তাকে সবাই চেনে পুলিশ অফিসার হিসেবে। পুলিশ অফিসার পরিচয়ের সুবাদে তানিয়া, শিল্পী, মিতা, লিটন ও কাকলীসহ আরো বেশ কিছু মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিয়ে গড়ে তোলে মাদক বাহিনী। এদের মাধ্যমেই মদ, গাজা, ফেন্সিডিল, ইয়াবাসহ নানা মাদক বিক্রয় করে থাকে। রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানা যায়, শিল্পী, তানিয়া মাদক ব্যবসা করে বলে তাদের কাছে খবর আছে। পর্যায়ক্রমে সকল বাড়ীতে তল্লাসী করা হচ্ছে। উল্লেখ্য, ধৃত আসামী লিটন ঘোষ এর পিতা ছেলেকে মাদক মামলাকে বাঁচাতে রাজবাড়ী জেলা পুলিশ সুপার বরাবর মামলা বাদী এসআই পরিমল কুমার বিশ্বাস এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *