তালায় পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরে বিষ প্রয়োগ,১২ লক্ষ টাকার ক্ষতি
অমল সেন,তালা: সাতক্ষীরার তালা উপজেলায় মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতের পূর্ব শত্রুতার জের ধরে আজিজুল ইসলাম খাঁনের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে প্রতিপক্ষরা। তালা লাউতাড়া বিলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চুকনগর গ্রামের শাহাজান খাঁনের ছেলে ঘের মালিক মোঃ আজিজুল ইসলাম জানায়,খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ছোট লাউতাড়া গ্রামে ৩৫-৪০ বিঘা জমিতে ৫ বছর যাবৎ সাদা মাছের চাষ করে আসছি। ডিটের শেষ সময় আগামী ৩ শে পৌষ। গত মঙ্গলবার সন্ধ্যায় মাছের ঘেরে খাবার দিয়ে আসি। বুধবার সকালে ঘেরে গিয়ে দেখতে পান, রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় বিভিন্ন প্রকার মাছ মরে ভেসে উঠেছে। ঘেরের মালিক আজিজুল ইসলাম খাঁন অভিযোগ করে বলেন,আমাদের প্রতিপক্ষরা রাতের আধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘেরের মালিক আরো বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আমাদের প্রতিপক্ষ জয়নাল ঢালী ও তার লোকজন ঘেরে বিষ প্রয়োগ করেছে। আমাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।