শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলে দেশ এগিয়ে যাবে : ডা মোজাম্মেল হোসেন এমপি

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় শ্রমীক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৫০ বছর পূতি উপলক্ষে শ্রমীক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জেলা আ.লীগের সভাপতি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, শ্রমীকের উন্নয়ন হলে দেশে এগিয়ে যাবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমীকের উন্নয়ন ও তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। তাদের কর্মময় প্রশিক্ষন দিয়ে আত্মস্বাবলম্বী করে তুলেছেন। একটি দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটাতে হলে শ্রমীকদের উন্নয়ন করতে হবে।
রোববার বিকেলে পৌর পার্কে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমীক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমীক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, উপজেলা আ.লীগের সহসভাপতি লিয়াকত আলী খান, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, জেলা পরিষদ সদস্য শাহাবুদ্দিন তালুকদার, জেলা শ্রমীকলীগ নেতা আব্দুর বারি, সচিন্দ্র নাথ ওজা, হাওলাদার গোলাম কিবরিয়া নিপু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, চেয়ারম্যান আব্দুল আলীম, জালাল উদ্দিন তালুকদার,চেয়ারম্যান মাহমুদ আলী, জাহাঙ্গীর আলম বাদশা, পৌর শ্রমীক লীগ নেতা আবুল কালাম শেখ, দুলাল শেখ, আমজাদ হোসেন ঘরাই, যুব শ্রমীক লীগ নেতা কৃষœ কান্ত পাল ও মো. সুমন পারভেজ। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *