দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান:বিপুল মালামাল জব্দ

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় চকলেট বাজি, গরু ও ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেছে। শনিবার দামুড়হুদার দর্শনা, ঠাকুরপুর ও ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সাত লক্ষ আটষট্টি হাজার টাকা। চুয়াডাঙ্গা বিজিবির অতিরিক্ত পরিচালক নিস্তার আহমেদ জানান, শনিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিতিত্বে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা হল্ড ষ্টেশন থেকে ২০,৮৮০টি ভারতীয় চকলেট বাজি পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। সকাল সাড়ে ৬টার দিকে দামুড়হুদার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঠাকুরপুর সীমান্তের মেইন পিলারের ৯০ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ২টি ভারতীয় গরু ও ২টি মহিষ জব্দ করে। সর্বশেষ সকাল ৯টার দিকে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার সুলতানপুর বিল মাঠ থেকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত ফেন্সিডিল, ২টি গরু, ২টি মহিষ ও ২০,৮৮০টি চকলেট বাজির আনুমানিক মূল্য সাত লক্ষ আটষট্টি হাজার টাকা।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *