আবরারের লাশ ফেলে দেয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভারতবিরোধী স্ট্যাটাস দেয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার পর লাশ ফেলে দেয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ প্রকাশ পেয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর শিক্ষার্থীদের প্রতিরোধে এই ফুটেজ প্রকাশ করে হল প্রশাসন। ফুটেজে দেখা যাচ্ছে, হত্যার পর রাত শেষে তিন জন ছাত্রলীগ নেতা আবরার ফাহাদের লাশ নিয়ে যাচ্ছে। তাদের পেছনে আরও অন্তত ৭ জন ছাত্রলীগ নেতা হেঁটে যাচ্ছেন। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ-ভারতের মধ্যে যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় তার সমালোচনা করে ফেসুবকে স্ট্যাটাস দেন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। ওই স্ট্যাটাসের জন্য রবিবার (৬ অক্টোবর) রাতে ফোন করে তাকে শেরেবাংলা আবাসিক হল কক্ষে ডেকে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে সেখানেই পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই দফা পিটিয়ে মৃত্যু নিশ্চিত হলে আবরারের লাশ সিঁড়ির নিচে রাখে। সোমবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।