দাকোপ উপজেলার শরদীয় দূর্গোৎসব-২০১৯।
তাপস মহালদার: দাকোপে প্রতি বছরের ন্যায় এবার ও জাঁকজমক ভাবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও আড়ম্বরপূর্ন উৎসব দূর্গাপূজা পালিত হচ্ছে। এখানে মোট মন্দিরের সংখ্যা ৮০টি। প্রত্যেক মন্দিরে সরকারি অনুদানের পরিমান ১০২০০/-(দশ হাজার দুই শত টাকা)।মাননীয় এম,পি বাবু পঞ্চানন বিশ্বাসের ব্যক্তিগত তহবিল থেকে ৫০০/-টাকা ও উপজেলা চেয়ারম্যান মনসুর অালী খাঁনের ব্যক্তিগত তহবিল থেকে ৫০০/-টাকা। উপজেলার বিভিন্ন প্রান্তে দূর্গামন্দিরে অনুষ্ঠান পালিত হচ্ছে।হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ও মুসলমান সবাই একাত্ত হয়ে উৎসবের আনন্দ উপভোগ করছে। আর এই উৎসব যাতে প্রাণবন্ত হয়ে ওঠে তার সার্বিক প্রশাসনিক সহায়তা প্রদান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাবদুল ওয়াদুদ ও অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম চৌধুরী।উপজেলার সকল মন্দিরে অনুষ্ঠান পালিত হচ্ছে তার মধ্যে জাঁকজমক ও হ্রদয়গ্রাহী হয়ে উঠেছে ত্রিমোহনী পূজা মন্দির। ত্রিমোহনীর উৎসবে রয়েছে নানাবিধ অনুষ্ঠান সুচী। বিশেষ আকর্ষন দশমীর নৌকা বাইচ প্রতিযোগিতা। বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকা এসে এ অঞ্চলের মানুষের মনে অনাবিল আনন্দ দিয়ে যায়। তাই এই আনন্দ উপভোগ করার জন্য সকলকে জাতি,ধর্ম ও বর্ন নির্বিশেষে আমন্ত্রন জানাচ্ছে ত্রিমোহনী সার্ব্বজনীন পূজা কমিটি,দাকোপ,খুলনা।