কলাপাড়ায় পিস্তল, গুলি ও ইয়াবাসহ চারজন গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের বর্বরোচিত চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার বাদী ছিদ্দিককে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার ঘটনায় অভিযুক্ত মহিপুর থানা শ্রমিকলীগের কথিত সাধারণ সম্পাদক শাকিল মৃধা, রবিউল ভুইয়া, রবিউল হাওলাদার ও সাইফুল ইসলামকে র‌্যাব ৮ সদস্যরা গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাতটার সময় পটুয়াখালী শহরের পানামা হোটেলের পাঁচতলার কক্ষ থেকে এদের গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১২ রাউন্ড গুলি ও ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মহিপুর ও পটুয়াখালী সদর থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে কলাপাড়ার চাপলি বাজারে ১২/১৩ জনের সশস্ত্র এ সন্ত্রাসীরা স্ত্রীকে গণধর্ষণ মামলার বাদী মোঃ ছিদ্দিককে চারদিক ঘিরে বেধড়ক পেটায়। গুড়িয়ে দেয়া হয় ছিদ্দিকের দুই পা ও এক হাত। এমনকি প্রাথমিক চিকিৎসা পর্যন্ত করতে দেয়া হয়নি। অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়। পরে ছিদ্দিকের স্বজনরা শঙ্কাজনক অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *