মানিকগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র আশরাফুলের হদিস মেলেনি
আনোয়ার হোসেন চৌধুরী (মানিকগঞ্জ জেলা প্রতিনিধি) : মানিকগঞ্জ সদর উপজেলার ধল্লা কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর পুত্র আশরাফুল ইসলাম গত ৬ই আগস্ট প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। দুর্ভাগ্য পুলিশী প্রবল তৎপরতা থাকা সত্ত্বেও এখনো খোঁজ মেলেনি আশরাফুলের। এজন্য দারুন উদ্বেগে দিনাতিপাত করছে আশরাফুলের পরিবারবর্গ।
আশরাফুলের পিতা অপরাধ তথ্যচিত্রকে জানান, আশরাফুল কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। ঘটনার দিন ৬ই আগস্ট প্রাইভেট পড়ার জন্য সুজুকি মোটর সাইকেল নিয়ে বিকেলে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সন্ধ্যার পূর্বে প্রাইভেট স্যার নেই তাই বাড়ি ফিরতে দেরী হবে বলে মাকে মোবাইল ফোনে জানায়। রাতে আশরাফুল বাড়িতে না ফেরায় তার মা, আত্মীয়-স্বজনের বাড়িতে মোবাইলে যোগাযোগ করলে কেউ আশরাফুলের খোঁজ দিতে পারেনি। আশরাফুলের পিতা আরও জানান, তিনি ২০০১ইং সন থেকে সৌদিতে কর্মরত আছেন। তিনি বাৎসরিক ছুটিতে বাড়িতে আসেন। আশরাফুল নিখোঁজ হওয়ার পর অপহরণকারীরা আশরাফুলের মোবাইল ফোনের ইমুতে তার নিকট আশরাফুলের জন্য পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে ৭ই আগস্ট মানিকগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার নম্বর-৩২৯। পুলিশ এ পর্যন্ত জোর অভিযান ও প্রচেষ্টা চালিয়ে জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের আবুল হোসেনের স্ত্রী মমতাজের নিকট থেকে আশরাফুলের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, আশরাফুলকে উদ্ধারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। অচিরেই আশরাফুলের অপহরণকারীদের ধরতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, কার্যক্রমের গোপনীয়তার জন্য সবকিছু তথ্য বলা সম্ভব হচ্ছে না। আশরাফুলের নিখোঁজের ব্যাপারে গত ১৪ই সেপ্টেম্বর উপজেলার কাফাটিয়া বাজার সংলগ্ন সড়কে শিক্ষক, সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে তারা, প্রশাসনের কাছে অতিসত্ত্বর আশরাফুলকে উদ্ধারের দাবি জানান।