শরিফাবাদ দাখিল মাদরাসার শিক্ষকদের অনাহারে অর্ধাহারে ১৬ বছর
অপরাধ তথ্যচিত্র ডেক্স: হবিগঞ্জ সদর উপজেলাধীন শরিফাবাদ দাখিল মাদরাসা একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল হাই কর্তৃক ২০০৩ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে অত্র প্রতিষ্ঠানটি অদ্যাবধি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। জেডিসি পরীক্ষায় পাসের হার সর্বদাই শতভাগ। ২০১০ইং সাল থেকে নিজ নামে পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে দাখিল পরীক্ষায় পাসের হার ৯৪ শতাংশের নিচে কখনো নামেনি। ২০১৯ইং সালে পাসের হার ৯৭.৫ শতাংশ। ৪০জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে একজন এক বিষয়ে অকৃতকার্য হয়। অন্য সবাই কৃতিত্বের সাথে পাশ করেছে। পাসের দিক থেকে ২০১৯ইং সালে শরিফাবাদ দাখিল মাদরাসা হবিগঞ্জ সদর উপজেলায় প্রথম স্থান অর্জন করে। মাদরাসার সুপার মাওলানা শেখ মোঃ খাইরুদ্দীন ২০১৮ইং সালে জেলা শিক্ষা অফিস কর্তৃক হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) প্রধান নির্বাচিত হন। ২০১৯ইং সালে ও হবিগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ( মাদরাসা) প্রধান নির্বাচিত হয়েছেন। সর্জমীনে পরিদর্শনকালে মাদরাসার সুপার কে অনুপস্থিত শিক্ষকের ক্লাস নিতে দেখা গেছে। মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিনশত জন। শিক্ষক মন্ডলী যথেষ্ট আন্তরিকতার সহিত ক্লাস নিয়ে থাকেন। মুক্তিযোদ্ধের আদর্শে গড়া মাদরাসাটিতে প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলিত হয় ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। এছাড়াও জাতীয় দিবস গুলো খুবই আন্তরিকতা ও যতেœর সহিত পালন করা হয়। ৭৫ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত মাদরাসাতে ২টি পাকা ও ১টি আধা পাকা ভবন রয়েছে। উক্ত ৭৫ শতাংশের সাথে আরও ১৫ শতাংশ ভূমির উপর ১টি পাকা মসজিদ থাকায় মাদরাসাটিকে খুবই সুন্দর দেখায়। ঢাকা মহাসড়ক সংলগ্ন নছরতপুর-হবিগঞ্জ বাইপাস সড়কের পার্শ্বে শিক্ষা বান্দব পরিবেশ ও উন্নত যাতায়াতের সুবিধাজনক জায়গাতে নির্মিত শরিফাবাদ দাখিল মাদরাসাটি সরকারের কৃপায় এমপিও ভূক্ত হলে পুরো এলাকাবাসী সহ মাদরাসার ছাত্র,শিক্ষক ও অভিভাবক মন্ডলী সরকারের নিকট কৃতজ্ঞ থাকবে।
(মাদরাসার ঊওওঘ: ১৩১৭৭২, কোড নং: ২০৬৪৭)