খুলনায় স্বামীকে জেল থেকে ছাড়ানোর কথা বলে গৃহবধূকে গণধর্ষণ
অপরাধ তথ্যচিত্র ডেক্স: খুলনার দাকোপে স্বামীকে জেল থেকে ছাড়ানোর কথা বলে ১৯ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনার মূল আসামি সাইফুল গাজীকে (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। আটক সাইফুল উপজেলার নলিয়ান এলাকার ইবাদুল গাজীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনজন মিলে গণধর্ষণ করে। ওই দিন রাতে ধর্ষিতাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর শাশুড়ি বলেন, তার ছেলে একটি মামলায় বর্তমানে জেলে আছেন। তিনি ও তার স্বামী ছেলের জামিনের কথা বলতে বাইরে গিয়েছিলেন। এসময় তার পুত্রবধূ একাই বাড়িতে ছিল। এই সুযোগে প্রতিবেশী ইবাদুল গাজীর দুই ছেলে শরীফুল গাজী (৩০) এবং সাইফুল (২২) ও তাদের এক বন্ধু আবির শিকদার ওই গৃহবধূর স্বামীকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করবেন। এজন্য তার সঙ্গে কথা বলতে এসেছেন, এ কথা বলে তারা ঘরে প্রবেশ করেন। পরে তারা ধারালো দায়ের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যান। এ ব্যাপারে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দাকোপের নলিয়ান এলাকায় স্বামীকে জেল থেকে মুক্ত করে দেয়ার কথা বলতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ করে আসামি সাইফুল। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।