খানপুর সীমান্তে বিজিবি কর্তৃক ১ লক্ষ ৮৬ হাজার টাকার মাদক সহ কচ্ছপের শুটকি আটক॥
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানপুর সীমান্তে ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় খানপুর বিওপির টহল দল গভীর রাত্রীতে চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৮৬ হাজার ৪০০ টাকার ৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ৮ কেজি কচ্ছপ এর শুটকি আটক করে। গত মঙ্গলবার ৩ রা সেপ্টেম্বর রাত্রী সাড়ে ১১ টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে:কর্নেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) গোপন সূত্রে সংবাদ পেয়ে ব্যটালিয়নের অধিনস্ত খানপুর বিওপির হাবিলদার মোঃ হায়দারুল ইসলাম কে সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত এলাকার পিলার নং ৩১৬/৬-এস এলাকায় যাওয়ার নির্দেশ দেন। নিদের্শ মোতাবেক খানপুর বিওপির হাবিলদার মোঃ হায়দারুল ইসলাম কয়েক জন বিজিবি’র সদস্য নিয়ে ঐ এলাকার সীমান্ত পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ক্ষুদিহার পাড়ায় গিয়ে মাঠের পাশ্বে উৎ পেতে থাকলে চোরাকারবারীরা বিজিবি’র সদস্যদেরকে দেখে একটি পোটলা ফেলে দিয়ে পালিয়ে যান। এ সময় বিজিবি’র টহল দল সেখানে গিয়ে মালিক বিহীন একটি পোটলা উদ্ধার করে তল্লাসি চালিয়ে ভারতীয় ৯৬ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি কচ্ছপের শুটকি উদ্ধার করেন। যাহার আনুমানিক মূল ১ লক্ষ ৮৬ হাজার ৪০০ শত টাকা। আটক কৃত মালামল প্রচলিত নিয়োম অনুযায়ী দিনাজপুর মাদক নিয়ন্ত্রন ও শুল্ক অফিসে জমা দেন। আটকের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) সাথে কথা বললে তিনি জানান, সীমান্তের ওপার থেকে চোরাই পথে মাদক ও কচ্ছপের শুটকি আনছিল চোরাকারবারীরা খানপুর বিওপির টহল দল রাত্রী তে অভিযান চালিয়ে তা আটক করে।