রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ইয়াবা ব্যবসায়ীর হাতে যুবক খুন জনতার হাতে আটক
শেখ মোঃ বিল্লাল হোসেন (স্টাফ রিপোর্টার) : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সোমবার রাতে ইয়াবা ব্যবসায়ীর হাতে যুবক সুজাত হোসেন (২২) ধারালো ছুরির আঘাতে খুন হয়েছে। সে দৌলতদিয়া ১ নং ওয়ার্ডের শাহদাত মেম্বার পাড়া গ্রামের আলী নূর হোসেনের পুত্র। সুজাতের মা রাবেয়া খাতুন জানান, সোমবার বিকেল ৫টায় দৌলতদিয়া বাইপাস সড়কে বাচ্চুর মুদি দোকানের পেছনে একই গ্রামের ইমন (২০) ধারালো ছুরির আঘাতে সুজাত গুরুত্বর আহত হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। রাত ৭ টার দিকে ফরিদপুর হাসপাতালের নিকটে সুজাত হোসেন মারা যায়। জানা যায়, ইমন সাড়ে ৩ মাস পূর্বে দৌলতদিয়া ডিবি পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়। এ ঘটনায় সুজাত ও ইমনের মধ্যে ইয়াবা ট্যাবলেট ব্যবসার দ্বন্দের সৃষ্টি হয়। ইমন ২ মাস পূর্বে জেল থেকে মুক্তি পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হুমকি দেয়। গত রবিবার (২৫ আগষ্ট) সুজাত হোসেন ও তার ভাই ইমনকে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে। প্রতিশোধ নিতে গিয়ে ইমন সুজাতকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে খুন করে। ছেলেকে মাদকের হাত থেকে রক্ষার জন্য ইমনের মা আরিফা দুবাইএ ছেলেকে নিয়ে যায়। বিদেশে তার শারীরিক অসুস্থতার কারণে দেশে ফিরে এসে ইয়াবা ব্যবসার দিকে হাত বাড়ায়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, সুজাত হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্রুত আসামী ইমনকে গ্রেফতার করে। এ ঘটনায় সুজাতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে মঙ্গলবার ইমনের বিরুদ্ধে হত্যা মামল দায়ের করে। মঙ্গলবার দুপুরে (২৭ আগষ্ট) আসামী ইমন রাজবাড়ী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে।