নওগাঁয় কল সেন্টার ‘৩৩৩’ বিষয়ক অবহিতকরন ও মতবিনিময়সভা অনুষ্ঠিত জেলায় এ পর্যন্ত কল করেছেন ৩২ হাজার ৯শ ১৭ জন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সরকারের বিভিন্ন সেবা প্রদানের জন্য কল সেন্টার “৩৩৩” বিষয়ক অবহিতকরন ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ।
সভায় সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষে কল সেন্টার“৩৩৩”-এ কল করার জন্য সাধারন জনগনকে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের ভুমিকা পালনের অনুরেরাধ জানানো হয়। এই কল সেন্টার থেকে বাল্যবিব্হা, মাদক, যৌতুক, ইভটিজিং, নারী নির্যাতন ও পাচার, সংঘর্ষ-সংঘাত, পরিবেশ দুষণ, চোরাচালান, ভোক্তা অধিকার, জুয়া ইত্যাদি প্রতিরোধে সেবা গ্রহণ করা যাবে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় জেলা প্রশাসক জানিয়েছেন এ পর্যন্ত নওগাঁ জেলায় বিভিন্ন সেবা চেয়ে মোট ৩২ হাজার ৯শ ১৭ জন কল করেছেন। এদের মধ্যে ২৯ হ্জাার ৩শ ১৪ জন পুরুষ এবং ৩ হাজার ৬শ ৩ জন নারী। এ ছাড়াও গত ৫ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত এই ১৫ দিনে এই কল সেন্টারে নওগাঁ জেলা থেকে ৩৬ জন কল করেছেন। এদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে কল করেছেন ১৫ জন। এ ছাড়াও মাদকদ্রব্য সম্পর্কিত ৩ জন, ভেজাল সম্পর্কে ১ জন, নারী নির্যাতন সম্পর্কে ৮ জন, জুয়া সম্পর্কে ৪ জন, পরিবেশ দুষন নিয়ে ২ জন এবং সরকাররী ব্যবস্থাপনা সম্পর্কে ৩ জন কল করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন, সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, সাবেক সভাপতি এ্যাড. শেখ আনোয়ার হোসেন, মোঃ কায়েস উদ্দিন ও এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, শফিকুল ইসলাম, মাসুদুর রহমান রতন ও মীর মোশারফ হোসেন জুয়েল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিক ছোটন ও খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যনির্বাহী সদস্য বেলায়েত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুননবী বেলাল, সাবেক সহ-সভাপতি সুলতানুল আলম মিলন, এ এস এম রাইহান আলম বক্তব্য রাখেন।#