বাস বা অন্য গাড়ি নয়, পুলিশের টার্গেট শুধু মোটরসাইকেল!

সাইফুল ইসলাম,ঝিনাইদহ(ডাকবাংলা) প্রতিনিধি: এখন সড়ক বা মহাসড়কে বের হলেই দেখা মেলে দৃশ্য। সড়কে পুলিশের একমাত্র টার্গেটই যেন মোটরসাইকেল। চেকপোস্টগুলো একের পর এক থামিয়ে রাখা হচ্ছে দুই চাকার এই গাড়িটি। অথচ এর পাশ দিয়ে পুলিশের চোখের সামনে ট্রাফিক আইন অমান্য করে চলে যাচ্ছে বড় গাড়িগুলো।রাস্তা দিয়ে যে, সমস্ত গাড়ি চলার অনুমতি নেই, সেই সব গাড়ি দিনের বেলায় দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায় । লক্কড়ঝক্কড় রঙচটা গাড়িগুলো ঠিকই রাস্তায় চলছে। এখানে সেখানে পার্কিং করা হচ্ছে দামি গাড়িগুলো। এসবের দিকে নজর নেই ট্রাফিক পুলিশের।সড়কের মাঝে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা চলছে। সেদিকে নজর নেই ট্রাফিক কর্মকর্তাদের। সড়কে পুলিশের চোখে পড়ে শুধু মোটরসাইকেল। অথচ পাশ দিয়ে ট্রাফিক আইন ভেঙ্গে চলাচল করা বাসগুলোকে দেখছেন না তারা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বিভিন্ন মোড়ে বাসগুলো রাস্তার উপরেই যাত্রী উঠানামা করছে। একটি বাস ছেড়ে যাচ্ছে আর একটি আসছে। সেগুলোও রাখা হচ্ছে এলোপাথাড়ি করে। যাত্রী ওঠানামার কারণে এবং বাস এলোপাথাড়ি রাখার কারণে পেছনে অনেক সময় পুরো রাস্তা আটকে যাচ্ছে। পাশে দাঁড়িয়েই দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ কিন্তু সেদিকে নজর নেই।এদিকে একটি মোটরসাইকেল দেখলেই চেকপোষ্টে দায়িত্বরত প্রায় সব সদস্যই যেন একযোগে সেটি থামানোর চেষ্টা করেন। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে এমন একটি দৃশ্য চোখে পড়ে ঝিনাইদহ শহরে মুজিব চত্বরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *