মিরপুর ৭এর ঝিলপাড় বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রাজধানীর মিরপুর ৭ নম্বার ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০ ইউনিট কাজ করছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের মোট ২০ ইউনিট কাজ করছে।’ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও তিনি জানান। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বস্তিটির চারদিকে বহুতল ভবন থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও নেই বলেও অভিযোগ তাদের।