অনলাইনে ট্রেনের ‘নকল টিকিট’ বিক্রি, আটক ২

অপরাধ তথ্যচিত্র ডেক্স: হুবহু আসল টিকিটের মতো মনে হলেও আসলে সেটি আসল না নকল টিকিট! রেলে আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে টার্গেট করে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। অনলাইনে টিকিট প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। চক্রটি অনলাইনে বিভিন্ন রুটে ট্রেনের টিকিটের বিজ্ঞাপন দিয়ে আসছিল। গ্রাহকরা আগ্রহী হয়ে টিকিট কিনতে চাইলে টাকার বিনিময়ে তাদের সরবরাহ করা হতো নকল টিকিট। ট্রেনের টিকিটের বিপুল চাহিদার সুযোগে নকল টিকিট বিক্রির সঙ্গে জড়িত প্রতারণা চক্রের তানভির ও হিমেল নামের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন থেকে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ তাদেরকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের প্রায় ১৬টি নকল টিকিট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক রুশো বণিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চলো যাই ডট কম’ নামে একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছিল তারা। আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে টার্গেট করে অভিনব প্রতারণার ফাঁদ পাতে। চক্রটি অনলাইনে বিভিন্ন রুটে ট্রেনের টিকিটের বিজ্ঞাপন দিয়ে আসছিল। গ্রাহকরা আগ্রহী হয়ে টিকিট কিনতে চাইলে টাকার বিনিময়ে সরবরাহ করতো নকল টিকিট। দেখতে অবিকল আসল টিকিটের মতো হওয়ায় যাত্রীরা বিষয়টি বুঝতে পারতেন না। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন থেকে নকল টিকিট বিক্রির ওই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চক্রের মূলহোতা আহসান হাবীব পলাতক রয়েছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসল টিকিটের নামে জাল টিকিট বিক্রি করায় বিষয়টি নিয়ে যাত্রার দিন যাত্রীরা ভোগান্তিতে পড়বেন। ফলে একই সিটে একাধিক যাত্রী বসতে গেলে বিপত্তির আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *